ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

লাখ টাকায় বিক্রি হলো ব্রহ্মপুত্রের ৬২ কেজির বাঘাইড় 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
লাখ টাকায় বিক্রি হলো ব্রহ্মপুত্রের ৬২ কেজির বাঘাইড় 

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে মাছ ধরার বড়শিতে ৬২ কেজি ওজনের একটি বিশাল সাইজের বাঘাইড় মাছ উঠেছে।  

 শুক্রবার (০৪ নভেম্বর) দুপুরে নাগেশ্বরী উপজেলার পৌরবাজারে মাছটি কেটে ১৬০০ টাকা কেজি দরে ৯৯ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে।

নাগেশ্বরী উপজেলার বানুরখামার এলাকার মাছ ব্যবসায়ী হানিফ বাংলানিউজকে জানান, চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় এক জেলে বড়শিতে বাঘাইর মাছটি ধরেন। তার কাছ থেকে ৫০ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে ব্যাটারিচালিত অটারিক্সাযোগে কুড়িগ্রামের নাগেশ্বরী বাসস্ট্যান্ডের এশিয়া মার্কেটে মাছটি নিয়ে আসা হয়।

দাম বেশি হওয়ায় ও ক্রেতা কম থাকায় শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে পৌরবাজারে মাছটি কেটে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি কর হয়।  

হানিফ বলেন, এতো বড় মাছ সব সময় পাওয়া যায় না। তাই ভালাবাসা থেকে মাছটি কিনে এনেছি।

কুড়িগ্রাম জলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় বাংলানিউজকে জানান, এ ধরনের বড় মাছ ধরার খবর আমরা পাচ্ছি। শুনেছি ব্রহ্মপুত্র নদে অনেক বড় বড় মাছ আছে। এতে বোঝা যায় কুড়িগ্রাম জেলার নদ-নদী এখনও মৎস্য সম্পদে সমৃদ্ধ। ইলিশের নিষেধাজ্ঞার সময়টি জেলেরা মেনে চলায় এখন নদীতে সব ধরনের মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ধরা পড়ছে বড় বড় মাছ।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ৪ নভেম্বর, ২০২২ 
এফইএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।