ঢাকা, শুক্রবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জুন ২০২৪, ০৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় শ্রমিককে বটি দিয়ে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
কুমিল্লায় শ্রমিককে বটি দিয়ে কুপিয়ে হত্যা

কুমিল্লা: কুমিল্লায় বটি দিয়ে কুপিয়ে মনির হোসেন নামে এক স’মিল শ্রমিককে হত্যা করা হয়েছে।  

মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুর দেড়টায় খিলা বাজারের লাকসাম উপজেলা অংশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই শ্রমিকের সহকর্মী মাইনু‌দ্দি‌নকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনির হোসেন বাজারের একটি স'মিলের শ্রমিক। কাজ করার সময় ওই স'মিলের সহযোগী মাইনুদ্দিনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এতে মাইনুদ্দিন ক্ষিপ্ত হন। দুপুরে মনির বাজারের একটি হোটেলে ভাত খেয়ে বের হচ্ছিলেন। এসময় হোটেলের বটি দিয়ে তার গলায় কোপ দেন মাইনুদ্দিন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনার পর থেকে মাইনুদ্দিনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।