ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে ডোবার পানিতে ডুবে ওচমান আলী নামে দুবছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু ওচমান পাশের আহম্মদপুর গ্রামের মো. শাখাওয়াত হোসেনের ছেলে। নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে যায় শিশুটি।

স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, সকালে শিশু ওচমান তার মামার কোলে ছিল। মামা কোল থেকে তার মা মুনা বেগমকে ডাক দিয়ে শিশুটিকে ঘরের সামনে রেখে যায়। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পাশের বাড়ির এক নারী চৌকিদার বাড়ির পাশে একটি ডোবায় শিশুটিকে ভেসে থাকতে দেখে চিৎকার দেন।

চারদিক থেকে লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা গোলাম মাওলা নাঈম বাংলানিউজকে বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল। পরিবারের লোকজন শিশুর মরদেহ নিয়ে বাড়িতে চলে গেছে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।