ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোবিন্দগঞ্জে ২ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
গোবিন্দগঞ্জে ২ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনহীন একটি মশার কয়েল কারখানা ও পরিমাপে কম দেওয়ায় একটি ফিলিং স্টেশনকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।  

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আব্দুল্লাহ-বিন-শফিক।

 

এ সময় বিএসটিআই রংপুর বিভাগীর কার্যালয়ের ফিল্ড অফিসার দেলোয়ার হোসেন ও পরিদর্শক আলমাস মিয়া উপস্থিত ছিলেন।  

এস এম আব্দুল্লাহ-বিন-শফিক জানান, অবৈধভাবে মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করায় উপজেলার দিঘীরহাটের ফারকো কেমিক্যালকে (ব্র‌্যান্ড-ফারকো) ১ লাখ টাকা জরিমান করা। এ সময় কারখানাটি থেকে ২০০ কার্টন মশার কয়েল জব্দ করে তা বিনষ্ট করা হয়।  

এছাড়া গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের মৌসুমি ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোল ইউনিটে পরিমাপে ৯০ মিলি কম দেওয়ার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।