ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভোলার মেঘনায় ভেসেছিল বস্তাবন্দি মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
ভোলার মেঘনায় ভেসেছিল বস্তাবন্দি মরদেহ

ভোলা: ভোলার মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টেবর) দিবাগত রাত ২টার দিকে ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে নৌ পুলিশের একটি টিম মরদেহটি উদ্ধার করে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সুজন মাঝি জানান, রাতে ফেরিঘাট সংলগ্ন পন্টুনের পাশে নদীতে ভাসমান অবস্থায় বস্তাবন্দি মরদেহ দেখতে পান দায়িত্বরত পুলিশ। পরে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।  

মরদেহের এক হাত এবং এক পা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, হত্যার উদ্দেশ্যেই এমনটি করা হয়েছে। শর্ট প্যান্ট এবং গেঞ্জি পরনে থাকা মরদেহটি তিন/চারদিন ধরে নদীতে ভাসমান ছিল বলে পুলিশের ধারণা।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।