ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গা আদালত চত্বর থেকে হাতকড়া ভেঙে আসামির পলায়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
চুয়াডাঙ্গা আদালত চত্বর থেকে হাতকড়া ভেঙে আসামির পলায়ন

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বর থেকে হাতকড়া ভেঙে পালিয়েছেন আজিজুল শেখ নামে এক আসামি।  

রোববার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে প্রিজনভ্যান থেকে নামিয়ে কোর্ট কাস্টাডিতে নেওয়ার সময় কৌশলে পালিয়ে যান তিনি।

তাকে গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে জেলা পুলিশের একাধিক দল।

আসামি আজিজুল শেখ (৩৮) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার জলিরপুর গ্রামের ফজল শেখের ছেলে। তার নামে টাঙ্গাইল সদর ও কালিহাতি থানায় ডাকাতির মামলা রয়েছে।  

আদালত সূত্রে জানা গেছে, রোববার সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আদালতে নেওয়া হয় আসামি আজিজুলকে। সেখানে ভ্যান থেকে নামিয়ে কোর্ট কাস্টাডিতে নেওয়ার সময় কৌশলে হাতকড়ার লক ভেঙে পালিয়ে যান তিনি। পরে ধাওয়া করেও তাকে ধরতে পারেনি পুলিশ।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন জানান, আজিজুলকে গ্রেফতারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় পুলিশ সদস্যদের অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।