ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আড়াইহাজারে অপহরণের ২৬ দিন পর মুক্ত স্কুলছাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২২
আড়াইহাজারে অপহরণের ২৬ দিন পর মুক্ত স্কুলছাত্রী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপহরণের ২৬ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরে আসতে সক্ষম হয়েছে অষ্টম শ্রেণী পড়ুয়া এক স্কুলছাত্রী (১৪)।

শুক্রবার (৭ অক্টোবর) অপহরণের দায়ে অভিযুক্ত মূল আসামি মাজহারুল ইসলাম সজীবকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকার বিভিন্ন স্থানে রেখে অপহরণকারী ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে আড়াইহাজার থানায়।

এ ঘটনায় অধরা রয়ে গেছে আরও তিন আসামি। তারা হলো- গোলজার হোসেন, সোহরাব হোসেন ও শিপন মিয়া।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার অভিযোগের বরাত দিয়ে জানান, অপহৃত কিশোরী উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। নরসিংদীর মাধবদী থানার বালসাইর চৌদ্দপাইকা এলাকার গোলজার হোসেনের ছেলে মাজাহারুল ইসলাম সজীব ওই কিশোরীকে স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করতো। তার কুপ্রস্তাবে সাড়া না দেয়ায় ৬ সেপ্টেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে সিএনজি যোগে ৪/৫ জনে মিলে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে মাজাহারুল ইসলাম সজীব।

অপহরণের ২৬ দিন পর ২ অক্টোবর অপহরণকারীদের কবল থেকে বাড়ি ফিরে আসতে সক্ষম হয় স্কুলছাত্রী। সে অভিভাবকদেরকে সব ঘটনা জানায়।  

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২
এমআরপি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।