ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

চোরাই ২৩ মোবাইলসহ দোকানি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৯, অক্টোবর ৭, ২০২২
চোরাই ২৩ মোবাইলসহ দোকানি গ্রেফতার

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগে জাহাঙ্গীর খান (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ওই যুবকের কাছ থেকে ২৩টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিনগত রাত ১২টায় হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এমএম মুরাদ আলি বাংলানিউজকে এ তথ্য জানান।

জাহাঙ্গীর মাধবপুর পৌরসভার ঘুমুটিয়া এলাকার লাল মিয়া খানের ছেলে।

এসপি জানান, হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বৃহস্পতিবার বিকেলে মাধবপুর বাজারে সায়হাম কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীরের ‘মোবাইল ক্লিনিক’ নামে দোকান থেকে বিভিন্ন মডেলের ২৩টি চুরির স্মার্টফোন জব্দ করে তাকে গ্রেফতার করা হয়। মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৬৭ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।