ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রতিমা বিসর্জনের সময় নদে ডুবে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
প্রতিমা বিসর্জনের সময় নদে ডুবে যুবকের মৃত্যু

জামালপুর: জামালপুর পৌরশহরে ফেরিঘাট এলাকার ব্রহ্মপুত্র নদে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের সময় নদীতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। তবে, তার বয়স ৩০ বছর বলছেন স্থানীয়রা। পরিচয় শনাক্ত করতে তারা যুবকের ব্যাপারে কিছু তথ্যও দিয়েছেন। ঘটনার সময় উজ্জ্বল শ্যামলা বর্ণের ভুক্তভোগী ফুলপ্যান্ট ও  হলুদ চেক টি-শার্ট পরেছিলেন।

এলাকাবাসী জানায়, নিহত যুবক অতিরিক্ত মদ্যপান করায় নদীতে পড়ার পর আর উঠতে পারেননি।

জামালপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. রবিউল ইসলাম আকন্দ এসব তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জনের সময় ওই যুবক নদীতে পড়ে যান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৮টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad