ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে হামলা 

সরকার যেন নিহত জসিমের শিশুদের দায়িত্ব নেয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২২, অক্টোবর ৫, ২০২২
সরকার যেন নিহত জসিমের শিশুদের দায়িত্ব নেয়

ব্রাহ্মণবাড়িয়া: আফ্রিকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের বোমা হামলায় ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ জসিম মিয়া (৩০) নিহত হয়েছেন। তিনি জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের মুক্তিযোদ্ধা নুরু মিয়ার ছেলে।

 

মঙ্গলবার (৪ অক্টোবর) ভোর রাত ৩টায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আফ্রিকান প্রজাতন্ত্রে সন্ত্রাসীদের হামলায় মারা যান জসিম।

নিহতের বড় ভাই মোহাম্মদ জুলহাস বলেন, সিলেট-৬১ বেঙ্গল রেজুয়ান থেকে মঙ্গলবার বেলা ১১টায় মোবাইল ফোনে আমাদের জানানো হয় আমার ভাই আফ্রিকায় সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হয়েছে। সে ৬১ বেঙ্গলে চাকরি করতো। ১০ বছরের চাকরি জীবনে এই প্রথম ৯ মাস আগে শান্তিরক্ষা মিশনে আফ্রিকায় যায় সে।  

তিনি আরও বলেন, সরকার যেন দ্রুত আমার ভাইয়ের মরদেহ দেশে আনার ব্যবস্থা করে এবং ভাইয়ের পরিবার ও শিশুদের দায়িত্ব নেয়।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ বলেন, জসিমের মরদেহ যেন দ্রুত দেশে আনা যায় সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।