ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিদ্যুৎ বিভ্রাট: শাহজালাল বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
বিদ্যুৎ বিভ্রাট: শাহজালাল বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত

ঢাকা: বিদ্যুতের পূর্বাঞ্চলীয় গ্রিড ফেল করায় দেশের একটি বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা দুইটার দিকে এ বিপর্যয় ঘটে বলে বিদ্যুৎ বিতরণে সরকারি কোম্পানি পাওয়ার গ্রিডের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিশ্চিত করেছেন।

এ অবস্থায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, সারাদেশে বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব বিমানবন্দরে পড়েছে। দুপুর সোয়া ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত বিদ্যুৎ সেবা বন্ধ ছিল। পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে।

বিদ্যুৎ বিপর্যয়ের ফলে বিদেশগামী-ফেরত যাত্রীরা দুর্ভোগে শিকার হয়েছেন। নির্ধারিত ফ্লাইটগুলো বিলম্বে ছাড়বে বলেও জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হযরত শাহজালাল বিমানবন্দরের এক কর্মকর্তা বলেছেন, বিলম্ব ফ্লাইটগুলোর শিডিউল স্বাভাবিক হতে অন্তত ৩ দিন সময় লাগবে। তবে, বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো ফ্লাইট বিলম্বে ছাড়েনি। পাশাপাশি ইমিগ্রেশন, চেক-ইন, লাগেজ বেল্ট, বোর্ডিং পাসসহ সকল কার্যক্রম বর্তমানে স্বাভাবিক আছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২২
এমকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad