ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টার্মিনাল ছাড়া মহাসড়কে টোল আদায় করা যাবে না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০২২
টার্মিনাল ছাড়া মহাসড়কে টোল আদায় করা যাবে না

ঢাকা: নির্দিষ্ট টার্মিনাল ছাড়া মহাসড়কে টোল না নিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা প্রতিপালনে মেয়রদের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগ থেকে সম্প্রতি বিভাগের পৌর-১ শাখার এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

পৌরসভার মেয়রদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগে গত ২১ এপ্রিল দায়েরকৃত রিট পিটিশন আদেশের আলোকে টার্মিনাল ব্যতিরেকে কোন সড়ক বা মহাসড়ক থেকে টোল উত্তোলন না করার জন্য সব সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি জারি করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২২
এমআইএইচ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।