ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেল ১৫১ পূজামণ্ডপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেল ১৫১ পূজামণ্ডপ

কেরানীগঞ্জ: আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ১৫১টি মন্দিরের অনুকূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (জিআর) ৫শ কেজি গম সমমূল্যের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।  

২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ বিতরণ করেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।

অনুষ্ঠানে উপজেলার দুটি থানার পূজা উৎযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হাবিবুর রহমান হাবিব, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আহ খুশি, কোন্ডা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী প্রমুখ।  

এর আগে, উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কনফারেন্স রুমে পূজা উদযাপন চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।