ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
বেনাপোলে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা প্রতীকী ছবি

বেনাপোল (যশোর): বেনাপোলে ট্রেনে সামনে ঝাঁপ দিয়ে আলী হোসেন (৪০) নামে এক কাপড় ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার সময় বেনাপোল কাগজ পুকুর গ্রামে ঘটে এ দুর্ঘটনা।

নিহত আলী হোসেন সাতক্ষীরা জেলার বালিয়াডাঙ্গা গ্রামের রমজান চৌকিদারের ছেলে। তিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্ষীরা জানান, সকালে কাগজ পুকুর এলাকয় একটি দোকানে বসে চা খাচ্ছিলেন আলী হোসেন। ঢাকা থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কিছুটা দূরে দেখতে পেয়ে হঠাৎ করেই তিনি ট্রেন লাইনের ওপর শুয়ে পড়েন। এ সময় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আলী হোসেনের বাম পা মাজা থেকে বিচ্ছিন্ন হয়ে মারাত্মক জখম হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে কিছুক্ষণ চিকিৎসা চলার পরে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ