ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৪ কেজি গাঁজাসহ ২ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৪ কেজি গাঁজাসহ ২ বিক্রেতা আটক আটকরা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার শহরতলীর সুহিলপুর থেকে ৩৪ কেজি গাঁজাসহ মো. পায়েল মিয়া (২৫) ও মো. আলিফ খন্দকার রনি নামের দু’জনকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে, সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর বাজারের পাশ থেকে তাদের আটক করা হয়।

পায়েল শহরের মেড্ডা এলাকার চাঁন মিয়ার ছেলে ও আলিফ মৃত আলম খন্দকারের ছেলে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালালে ৩৪ কেজি গাঁজাসহ তাদের দু’জনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এ ঘটনায় সদর মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

বাংণাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।