ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

১১তম আন্তর্জাতিক সাইকিয়াট্রি সম্মেলন ২৯-৩০ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
১১তম আন্তর্জাতিক সাইকিয়াট্রি সম্মেলন ২৯-৩০ সেপ্টেম্বর

ঢাকা: ১১তম আন্তর্জাতিক সাইকিয়াট্রি সম্মেলন এবং ১৩তম সার্ক আন্তর্জাতিক সাইকিয়াট্রি সম্মেলন ২৯-৩০ সেপ্টেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে।  

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মধুমতি হলে সম্মেলন পূর্ব এক সংবাদ সম্মেলন থেকে এ কথা জানানো হয়।

 

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব সাইকিয়াট্রিস্টের (বিএপি) আয়োজনে ২৯-৩০ সেপ্টেম্বর ১১তম আন্তর্জাতিক সাইকিয়াট্রি সম্মেলন এবং ১৩তম সার্ক আন্তর্জাতিক সাইকিয়াট্রিস্ট সম্মেলন ২৯-৩০ সেপ্টেম্বর চট্রগ্রামের হোটেল রেডিশন ব্লুতে অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, আন্তর্জাতিক এ সম্মেলনে ৩০০ জন সাইকিয়াট্রিস্টসহ ৭০০ জন প্রতিনিধি অংশ নেবেন। একই সঙ্গে লন্ডন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৫০ জন বিদেশি সাইকিয়াট্রিস্ট অংশ নেবেন।
  
সম্মেলনে মানসিক স্বাস্থ্য বিষয়ক উপস্থাপনা, প্লেনারি সেশন, সিম্পোজিয়াম, বৈজ্ঞানিক অধিবেশন, কর্মশালা, পোস্টার প্রেজেন্টেশনসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ব সাইকিয়াট্রিস্ট অ্যাসোশিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. আফজাল জাবেদ, বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব সাইকিয়াট্রিস্টের সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২২
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।