ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বিশ্ব পর্যটন দিবসে বাগেরহাটে রোড শো-আলোচনাসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
বিশ্ব পর্যটন দিবসে বাগেরহাটে রোড শো-আলোচনাসভা রোড শো

বাগেরহাট: বিশ্ব পর্যটন দিবসে বাগেরহাটে বর্ণাঢ্য রোড-শো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

দিনটি উপলক্ষে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে শহরের স্বাধীনতা উদ্যানের সামনে থেকে একটি বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের হয়ে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়াদিঘীর পাড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।  

আলোচনা সভায় বক্তব্য দেন- বাগেরহাটের সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দীন আহম্মেদ, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, ষাটগম্বুজ জাদুঘরের কাস্টোডিয়ান মো. জায়েদ, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।  

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রোড শো, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ট্যুরিস্ট ক্লাবের সদস্য, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
 
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।