ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরায় পিস্তলসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১১, সেপ্টেম্বর ২৭, ২০২২
সাতক্ষীরায় পিস্তলসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জীবনকে (২৭)  একটি পিস্তলসহ গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার উত্তর পারুলিয়ার সেকেন্দ্রা মোড় সংলগ্ন পরিত্যক্ত সখিনা ব্রিকসের পাশ থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।

তিনি সেকেন্দ্রা এলাকার প্রভাষক আব্দুল কাদেরের ছেলে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে র‌্যাব জানিয়েছে, অস্ত্র কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে জিল্লুর রহমান জীবনকে পিস্তলসহ গ্রেফতার করে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময় : ০০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।