ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফায়ার সার্ভিস দেখে ম্যানহোল থেকে উঠে দৌড় দেয় ওই যুবক!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
ফায়ার সার্ভিস দেখে ম্যানহোল থেকে উঠে দৌড় দেয় ওই যুবক!

ঢাকা: ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের পূর্ব পাশের রাস্তায় পুলিশ দেখে এক যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ম্যানহোলে পড়ে নিখোঁজ হন। এ সংবাদে ফায়ার সার্ভিস সেখানে এসে তল্লাশির প্রস্তুতি নেওয়ার সময় ওই যুবক দ্রুত বের হলে দৌড়ে পালিয়ে যান।

ম্যানহোলের ভেতরে তিনি মাথা বের করে শরীর ডুবিয়ে লুকিয়ে ছিলেন।

রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল থেকে উত্তরা ফায়ার স্টেশনের কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য  নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা ওই যুবকের সন্ধানে সেখানে তল্লাশির প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে ম্যানহোলের ভেতর থেকে ওই যুবক বের হয়ে পাশে থাকা ঝোপঝাড় দিয়ে দৌড়ে পালিয়ে যান। পরে সেখানে আমরা তল্লাশির সমাপ্ত করি।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা ওই যুবককে উদ্ধার করতে গেলে তখন তিনি ম্যানহোল থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যান। তাকে ধরার চেষ্টা করা হবে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
এজেডএস/জেডএ

আগের সংবাদটি- পুলিশ দেখে দৌড় দিল যুবক, পরে নিখোঁজ!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।