ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে মৌমিতা পরিবহনের ৪টি বাস ডাম্পিংয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
নারায়ণগঞ্জে মৌমিতা পরিবহনের ৪টি বাস ডাম্পিংয়ে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে রুট পারমিট ও ফিটনেস বিহীন পরিবহনের বিরুদ্ধে অভিযানে মৌমিতা পরিবহনের আরও ৪টি বাসকে ডাম্পিংয়ে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৫ সেপ্টেম্বর) মৌমিতা পরিবহনের আরো ৪টি বাসকে ডাম্পিংয়ে পাঠিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।

মাহমুদা জাহান জানান, মৌমিতা পরিবহনের বাসগুলোর রুট পারমিট সাইনবোর্ড পর্যন্ত। কিন্তু বাসগুলো নিয়ম না মেনে শহরে প্রবেশ করে যানজট সৃষ্টি করছিল। রোববার চারটি বাসকে আটক করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আটক বাসগুলোর ডাম্পিংয়ের জায়গার সঙ্কট। যে কারণে বিকল্প জায়গায় ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

এর আগে গত বুধবার ও বৃহস্পতিবারের অভিযানে রুট পারমিট না থাকায় নয়টি মৌমিতা পরিবহনের বাস ও একটি হিমাচল পরিবহনের বাসকে ডাম্পিংয়ে পাঠিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানমের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা জানান, রুট পারমিট ও ফিটনেস বিহীন বাসের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
এমআরপি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।