ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইউপি সদস্যের জানাজায় যাওয়ার পথে গাড়ির ধাক্কায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
ইউপি সদস্যের জানাজায় যাওয়ার পথে গাড়ির ধাক্কায় যুবক নিহত প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ইউপি সদস্যের জানাজায় যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. নুর উদ্দিন (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ সেপ্টম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর-চেয়াম্যান ঘাট সড়কের দুলাল মিয়ার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নুর উদ্দিন উপজেলার চরমজিদ গ্রামের গ্লোব বাজার এলাকার কোরবান আলী মাঝির ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম ফরহাদ (৩৭) শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাকে উপজেলার পূর্ব চরবাটা গ্রামে জানাজা দিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, রোববার সকাল ১০টার দিকে ইউপি সদস্যের জানাজায় অংশ নিতে নুর মোটরসাইকেলে করে রওনা দেন। পথে উপজেলার সোনাপুর-চেয়াম্যানঘাট সড়কের সেন্টার বাজার সংলগ্ন দুলাল মিয়ারহাট এলাকায় পৌঁছালে চেয়ারম্যান ঘাটগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে নুর উদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্য হয়।         

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান, বিষয়টি পুলিশকে কেউ জানায়নি। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।