ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভগ্নিপতিকে গলা কেটে হত্যা, শ্যালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
ভগ্নিপতিকে গলা কেটে হত্যা, শ্যালক আটক

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সদর উপজেলার পুটাইলের কৈতরায় ভগ্নিপতিতে কুপিয়ে হত্যার অভিযোগে সোহেল নূরনবী (২৬) কে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক সোহেল নেত্রকোনার কেন্দুয়ার রাজনগর এলাকার মৃত আলতু মিয়ার ছেলে।

এ ঘটনায় নিহত রুবেল মিয়া কিশোরগঞ্জের ইটনার তারাশ্বর এলাকার রেনু মিয়ার ছেলে। তিনি উপজেলার কৈতরা মামুন হ্যাচারীতে শ্রমিকের কাজ করতেন।

ওসি আব্দুর রউফ সরকার বাংলানিউজকে বলেন, নিহত রুবেল কৈতরা মামুন হ্যাচারীতে শ্রমিকের কাজ করতেন এবং সেখানেই থাকতেন। গত ১৬ সেপ্টেম্বর ওই হ্যাচারীতে ভগ্নিপতির কাছে বেড়াতে আসেন শ্যালক সোহেল। সেখানে রুবেল রাতের আধারে ইট চুরি করা করার সময় সোহেল তা দেখে নেন এবং তাকে বাধা দেন। কিন্তু নিষেধ না শুনে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতেও তিনি ইট বিক্রি করেন। এটি দেখে ইটের টাকা মালিককে দিয়ে দিতে বলেন শ্যালক। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ভগ্নিপতি শ্যালককে মারতে গেলে ঘরের ভেতর থাকা দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে রুবেলকে হত্যা করেন সোহেল।

ওসি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।