ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা আহত পুলিশ সদস্য এনামূল।

ভোলা: স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়ে ইভটিজারদের হামলার শিকার হয়েছেন এনামূল হক নামে এক পুলিশ সদস্য। তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টম্বর) সন্ধ্যায় শহরের জেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
 
আহত পুলিশ সদস্য জেলা পুলিশ লাইন্সে কর্মরত। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, শুক্রবার বিকেলে পুলিশ সদস্য এনামুল তার স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন। এ সময় তারা স্বামী-স্ত্রী জেলা পরিষদের পুকুর পাড়ে অবস্থান করলে দুই কিশোর তার স্ত্রীকে উত্ত্যক্ত করে। প্রতিবাদ জানালে পুলিশ সদস্যের সঙ্গে তার বাগ-বিতণ্ডা বেধে যায়। একপর্যায়ে ইভটিজারদের চুরিকাঘাতে পুলিশ সদস্য এনামূল আহত হন। তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িতদের পুলিশ গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
এদিকে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম রাতেই আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে যান।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।