ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দক্ষিণখানে আগুনে দগ্ধ ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
দক্ষিণখানে আগুনে দগ্ধ ১

ঢাকা: রাজধানীর দক্ষিণখান আটি পাড়ায় একটি টিনশেড বাড়িতে আগুন লেগে বাবুল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল ক্যাম্প পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া। শুক্রবার দিবাগত রাতে দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতের স্ত্রী সমলা বেগম জানান, দক্ষিণখান আটিপাড়া বড়বাগ মহিলা মার্কেট সংলগ্ন মামুনের টিনসেড বাড়িটিতে তারা স্বামী স্ত্রী ও এক সন্তান নিয়ে থাকেন। রাতে তিনি ঘুমিয়ে পড়েন। এরপর তার স্বামী বাবুল মিয়া রান্নাঘরে গিয়ে গ্যাস লাইটার দিয়ে মশার কয়েল জ্বালানোর চেষ্টা করেন। তখন সেখানে আগুন ধরে যায়। এতে তিনি দগ্ধ হন। চিৎকার শুনে পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাতেই বার্ন ইনস্টিটিউটে ভর্তি করান।
তাদের ধারণা, গ্যাসের আগুনেই তিনি দগ্ধ হয়েছেন।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, বাবুল মিয়ার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
স্বজনরা জানান, বাবুল মিয়ার বাড়ি গাজীপুর শ্রীপুর উপজেলার টেংরা গ্রামে। বাবার নাম হযরত আলী। পেশায় রিকশার মেকার তিনি।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২ 
এজেডএস/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।