ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রায়গঞ্জে কলাগাছের ভেলা বাইচ প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
রায়গঞ্জে কলাগাছের ভেলা বাইচ প্রতিযোগিতা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে কলাগাছের ভেলা বাইচের ব্যতিক্রমী এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার হাসিল-রৌহা এলাকায় খালের পানিতে ব্যতিক্রমী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলার স্থানীয় হাসিল-রৌহা গ্রামের যুব সমাজের আয়োজনে ভেলা বাইচে মোট ২৯টি দল অংশ নেয়। এ প্রতিযোগিতা দেখতে আসা শত শত মানুষের উপস্থিতি পরিবেশকে আরও উৎসবমুখর করে তোলে।

প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইটভাটা মালিক সমিতির সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম হোসেন শোভন সরকার। এছাড়া বীর মুক্তিযোদ্ধা মো. জালাল উদ্দিন সেখের সভাপতিত্বে সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনায়েন টিটু।

ভেলা বাইচ প্রতিযোগিতায় রায়গঞ্জ উপজেলার বিদ্যুত ভেলা ১ম স্থান, মকিম ভেলা ২য় স্থান এবং জিন্নাহ ভেলা ৩য় স্থান লাভ করে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।