ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় জুয়ার আস্তানায় পুলিশ, গ্রেফতার ১৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
খুলনায় জুয়ার আস্তানায় পুলিশ, গ্রেফতার ১৫ আটক জুয়াড়িরা

খুলনা: খুলনায় একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ১৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা জব্দ করা হয়।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নগরীর খালিশপুরের পিপলস ৫ম তলা কলোনীর একটি ক্লাব থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- আনোয়ার শেখ (৫২), আলমগীর হোসেন (৫২), মিরাজুল সরদার (৩৮), বাদশা মন্ডল (৬৫), মাহাবুব শেখ (৩৮), উজ্জল (৩৫), সোহাগ আলী (৩৪), কালু মিয়া (৩৭), ঝন্টু মিয়া (৩২), শেখ শামীম হাসান (৩৭), ফরিদ আহম্মেদ (৫২), তুষার শেখ (৩৫), কাইয়ুম খান (৫৪), কুদ্দুস খান (৪৮) ও মোসলেম বেপারী (৩৮)।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলার জন্য রাখা ৭ সেট তাস ও ৪০ হাজার ২০০ টাকাসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
এমআরএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।