ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনার ফুলতলায় পাটকলে অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
খুলনার ফুলতলায় পাটকলে অগ্নিকাণ্ড

খুলনা: খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় আইয়ান জুট মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মিলটির মালিক ফেরদৌস ভুঁইয়া জানান, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে দশটার দিকে হঠাৎ করে তার জুট মিলের তিন নম্বর গোডাউনে আগুন লাগে। গোডাউনটিযর আয়তন প্রায় ২৬ হাজার বর্গফুট। তাৎক্ষণিকভাবে মিলের শ্রমিক-কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা কেউ জানেন না।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে রাত ৯ টা ৪৫ মিনিটে তাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত সাড়ে এগারোটায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন মাঝেমধ্যে আগুনের ফুলকি দেখা গেলে তা নেভানোর কাজ চলছে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস বলতে পারেনি।

মিল মালিকও তাৎক্ষণিকভাবে কী পরিমাণ পাট ছিল এবং কী পরিমাণ পাট পুড়ে গেছে তা জানাতে পারেননি।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪ , ২০২২
এমআরএম/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।