ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

মিরপুরে রাস্তা অবরোধ করেছে রিকশাচালকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
মিরপুরে রাস্তা অবরোধ করেছে রিকশাচালকরা

ঢাকা: প্রতিবন্ধীদের মোটর চালিত রিকশা চালাতে দেওয়ার দাবিতে মিরপুরে রাস্তা অবরোধ করে রেখেছে চালকরা।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে রাস্তা অবরোধ করে রাখেন তারা।

রিকশাচালক রবি তালুকদার বলেন, প্রতিবন্ধীদের মোটর চালিত অটোরিকশা রাস্তায় উঠলে পুলিশ আটকে দেয়। সকাল সাড়ে দশটার দিকে আমার রিকশা আটকে পুলিশ মারধর করে। আরও ৩ রিকশা আটকে ৩ হাজার টাকা নিয়েছে।  

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দেবদাস বাংলানিউজকে বলেন, মিরপুর ১০ নম্বর গোল চত্বরে মোটর চালিত রিকশা না ধরার দাবিতে আন্দোলন করছে তারা। এক ঘণ্টা যাবত রাস্তা অবরোধ করে রেখেছেন রিকশাচালকরা। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
এমএমআই/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।