ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাতে বাড়ির আঙ্গিনায় পড়েছিল গৃহবধূর লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
রাতে বাড়ির আঙ্গিনায় পড়েছিল গৃহবধূর লাশ প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে শাম্মী বেগম (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের কাতুলি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

শাম্মাী ওই গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী। জাহাঙ্গীর স্থানীয় ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে বাড়ির আঙ্গিনা থেকে শাম্মীর লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তার স্বামী জাহাঙ্গীর পলাতক রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ময়নানতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি বলেন, নিহতের শ্বশুরবাড়ির লোকজন দাবি করেছেন- শাম্মী আত্মহত্যা করেছেন। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পেলে তা জানা যাবে।

এ ব্যপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।