ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, জরিমানা

নওগাঁ: নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার জরিমানা করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এতে নেতৃত্ব দেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন। এ সময় তার সঙ্গে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

শামীম হোসেন বলেন, দুপুরে সদর উপজেলায় পিরোজপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, সংরক্ষণ, প্যাকেটে মূল্য ও মেয়াদ না দেওয়া এবং খোলা লবণ ব্যবহারের অপরাধে ভাই বোন চানাচুর কারখানার সত্ত্বাধিকারী মোসা. সম্পাকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি সামগ্রী তৈরির অপরাধে নওগাঁ বেকারির স্বত্ত্বাধিকারী আব্দুল ওয়াহেদকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।