ঢাকা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাড়ে ১৩ লাখ টাকার ফেনসিডিল-গাঁজাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
সাড়ে ১৩ লাখ টাকার ফেনসিডিল-গাঁজাসহ আটক ৪

ঢাকা: রাজধানীর হাজারীবাগ থানার ঝাউচর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ১৩ লাখ ৪১ হাজার টাকা মূল্যের ৩৭৭ বোতল ফেনসিডিল ও সাত কেজি গাঁজাসহ চার মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

রোববার (১১ সেপ্টেম্বর) তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ইমরান হোসেন সাচ্চু (২৯), মোস্তাক আহম্মদ (৩৬), লিটন (২৯) ও কামাল মিয়া (৩১)।

র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝাউচর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে, তাদের কাছে থাকা বিভিন্ন কাগজের কার্টন ও প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩৭৭ বোতল ফেনসিডিল ও সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৩ লাখ ৪১ হাজার টাকা।

আটকরা পার্শ্ববর্তী দেশ থেকে স্বল্পমূল্যে মাদক এনে রাজধানীর বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।