ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালমোহনে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
লালমোহনে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ভোলা: ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টম্বর) দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা লামিয়া বেগম ওই গ্রামের মো. হারুনের মেয়ে (৬) ও তার ফুফাতো বোন মারাজানা (৬) দুলারহাট থানার বাংলা বাজার এলাকার বাসিন্দা মহিউদ্দিনের মেয়ে ।
 
নিহত লামিয়া বেগমের বাবা হারুন জানান, দুপুরে তার মেয়ে ও মারজানা বাড়ির পেছনের পুকুরে গোসল করতে যায়। এর অনেকক্ষণ পরেও তারা না ফেরায় খুঁজতে গেলে তাদের মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখা যায়। এরপর তাদের উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক লামিয়া ও মারজানাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা,সেপ্টেম্বর১০, ২০২২  
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।