ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাকরির বয়স নিয়ে আন্দোলন, পুলিশের লাঠিচার্জ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
চাকরির বয়স নিয়ে আন্দোলন, পুলিশের লাঠিচার্জ

ঢাকা বিশ্ববিদ্যালয়: সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে ৩৫ করার দাবিতে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন থেকে শাহবাগ মোড় অবরোধ করলে এ ঘটনা ঘটে।

 

এদিন বিকেল সাড়ে ৪টার দিকে সাধারণ ছাত্র পরিষদ ও চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম বিক্ষোভ সমাবেশ শুরু করে। এক পর্যায়ে তারা শাহবাগ মোড় অবরোধ করলে পুলিশ তাদের রাস্তা ছেড়ে দিতে বলে। আন্দোলনকারীরা রাস্তা না ছাড়লে পুলিশ তাদের লাঠিচার্জ করে। এতে আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহত হন।

সাধারণ ছাত্র পরিষদের ইমতিয়াজ বাংলানিউজকে বলেন, পুলিশের লাঠিচার্জে আমাদের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আমরা যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব।  

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২২
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।