ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফেনীতে ২ আবাসিক হোটেলকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
ফেনীতে ২ আবাসিক হোটেলকে জরিমানা

ফেনী: নিবন্ধন (লাইসেন্স) না থাকায় ফেনী শহরে দুটি আবাসিক হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বিথী ও মুক্তা গোস্বামী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বিথী জানান, হোটেল-রেস্তোরাঁ আইন অনুযায়ী নিবন্ধিত না হওয়ায় শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে হোটেল রিলাক্সকে ১০ হাজার টাকা এবং মহিপালে হোটেল সিটি ইন-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালিত হবে। অভিযানে পুলিশের একটি দল অংশ নেয়।
 
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা,সেপ্টেম্বর০৮, ২০২২
এসএইচডি/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।