ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

অবসরে অতিরিক্ত আইজিপি মইনুর চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
অবসরে অতিরিক্ত আইজিপি মইনুর চৌধুরী

ঢাকা: সাড়ে ৩৪ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে স্বাভাবিক অবসরে গেলেন পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) ড. মো. মইনুর চৌধুরী।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে তার চাকরি জীবনের শেষ কর্মদিবসে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় ড. মো. মইনুর চৌধুরী বলেন, দেশ ও জনগণের সেবায় বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে আরও ভালো করতে হবে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বক্তারা ড. মো. মইনুর রহমান চৌধুরীর পেশাগত ও ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন। তারা মইনুর রহমানের সততা, নৈতিকতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিরা, ঢাকাস্থ পুলিশের সব ইউনিটের প্রধান ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।