ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

শুরু হলো জাতীয় সংসদ অধিবেশন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
শুরু হলো জাতীয় সংসদ অধিবেশন

ঢাকা: একাদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। রোববার (২৮ আগস্ট) বিকেল ৫টায় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

এবারের অধিবেশনও কোভিড-১৯ জনিত কারণে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হচ্ছে।  

সংসদ সদস্য, সাংবাদিক, সংসদ সচিবালয়ের কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্টদের কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে সংসদ ভবনে প্রবেশ করতে হয়। এ অধিবোশনে ডেপুটি স্পিকার নির্বাচন হবে।

গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় গাইবান্ধা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা মো. ফজলে রাব্বী মিয়া মারা যান।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।