ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

ডাকাতির প্রতিবাদে মধ্যরাতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
ডাকাতির প্রতিবাদে মধ্যরাতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় ডাকাতি ও ছিনতাইয়ের প্রতিবাদে মধ্যরাতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসীরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এক মোটরসাইকেল আরোহী ডাকাতদের কবলে পড়াকে কেন্দ্র করে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসীরা।  

শেষ খবর পাওয়া পর্যন্ত নবীনগর-চন্দ্রা্রা মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে এক রিকশা ও এক বাইক চালককে জিম্মি করে টাকা হাতিয়ে নেয় ডাকাতরা। ঘটনাস্থল থেকে একজনকে সন্দেহ হওয়ায় মারধর করে আটকে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে আশুলিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ এসে সড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা করে যাচ্ছে।  

এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ জিয়াউল ইসলাম বাংলানিউজকে বলেন, বিক্ষুব্ধ জনতা সড়কে বিক্ষোভ করছে। কারণ এখনও জানতে পারিনি। আমরা ঘটনাস্থলে এসেছি। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
এসএফ/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।