ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
কিশোরগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জ: পরিমাপে কারচুপিসহ বিভিন্ন অপরাধে কিশোরগঞ্জে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২৭ আগস্ট) দুপুরের থেকে বিকেল পর্যন্ত জেলা শহরের বড় বাজারে ও কালীবাড়ী মোড়ে অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

এ সময় উপস্থিত ছিলেন বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, জেলা ক্যাবের সভাপতি আলম সারওয়ার টিটু ও জেলা পুলিশের একটি তদারকি টিম।

সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বাংলানিউজকে জানান, চালের বস্তার পরিমাপে ৫০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত কারচুপির দায়ে মেসার্স শান্ত ট্রেডার্সকে ২০ হাজার ও মেসার্স গৌর ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তোর্ণ পণ্য ও নষ্ট কেক বিক্রি করার দায়ে রাজীব ডিপার্টমেন্টাল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।