ঢাকা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

ইয়াবা-নগদ টাকাসহ ভারতীয় নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
ইয়াবা-নগদ টাকাসহ ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক হাজার ৯০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও তিন লাখ ২৯ হাজার ১৯০ টাকাসহ আলতাব হোসেন (৪০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ আগস্ট) দিনগত রাতে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আলতাব হোসেন ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার গোলনাহাটি গ্রামের জলিম উদ্দিনের ছেলে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে আলতাব হোসেন নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে এক হাজার ৯০০ পিচ ইয়াবা ট‌্যাবলেট ও তিন লাখ ২৯ হাজার ১৯০ টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আটক আলতাব হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।