ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

কারাবন্দি ৬ শ্রমিক নেতার মুক্তির দাবিতে আশুলিয়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
কারাবন্দি ৬ শ্রমিক নেতার মুক্তির দাবিতে আশুলিয়ায় মানববন্ধন

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় কারাবন্দি রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা কেএম মিন্টুসহ ছয় নেতার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি), সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটি এই কর্মসূচির আয়োজন করে।

শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে আশুলিয়ার জামগড়ায় ফ্যান্টাসি কিংডমের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, সাভার ইউনিট কমিটির সভাপতি এমদাদুল ইসলাম বলেন, শ্রমিক নেতাদের অবিলম্বে মুক্তি না দেওয়া হলে সাভার আশুলিয়া তৃণমূলের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আশুলিয়াসহ সারা দেশে রিকশা শ্রমিকদের হয়রানি ও রিকশা আটকিয়ে ঘুষ আদায়সহ বিভিন্নভাবে চালকদের ওপর নির্যাতনের প্রতিবাদে টিইউসির অন্তর্ভুক্ত আশুলিয়া থানা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের শান্তিপূর্ণ সমাবেশে শ্রমিকদের ওপর হামলা চালিয়ে পুলিশ উল্টো তাদের নামে মিথ্যা মামলা করেছে। সেই মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, টিইউুস, সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সহ-সভাপতি সাইফুল আল মামুন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান ইসলাম, রিকশা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন দেওয়ানসহ রিকশা শ্রমিকরা।

প্রসঙ্গত, পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে অটোরিকশা চালকদের বিক্ষোভের ঘটনায় গত ২৭ জুন আশুলিয়া থানা পুলিশের দায়ের করা মামলায় বুধবার (১৮ আগস্ট) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে ছয় শ্রমিক নেতাকে কারাগারে পাঠান বিচারক।

তারা হলেন- গার্মেন্ট শ্রমিক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কে.এম মিন্টু, টিইউসি আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম মন্জু, আশুলিয়া থানা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মজিদ মিয়া, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ- সভাপতি আলম পারভেজ ও মো. নান্নু মিয়া।

বাংলাদেশ সময়:  ১৯১৯ ঘণ্টা, ২৬ আগস্ট, ২০২২
এসএফ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।