ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ডিআরইউ সদস্যদের সাঁতার শেখানো কার্যক্রম উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
ডিআরইউ সদস্যদের সাঁতার শেখানো কার্যক্রম উদ্বোধন

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের সাঁতার শেখানো কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে সাঁতার ফেডারেশনের সহযোগিতায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আইভি রহমান সুইমিং পুলে এর উদ্বোধন করেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

ডিআরইউ ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সার্বিক তত্ত্বাবধানে এই সাঁতার শেখানো কার্যক্রম সপ্তাহে দুই দিন সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত চলবে। পুরুষ সদস্যদের শুক্রবার ও নারী সদস্যদের শনিবার সাঁতার শেখানো হবে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
এসএমএকে/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।