ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতুতে যানজট, ভিডিও ভাইরাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
পদ্মা সেতুতে যানজট, ভিডিও ভাইরাল সংগৃহীত ছবি

শরীয়তপুর: পদ্মা সেতুতে যানজটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) সকাল থেকে ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়।

ভিডিওতে দেখা গেছে পদ্মা সেতুর ওপর বাস, পিকআপভ্যানসহ বিভিন্ন ব্যক্তিগত গাড়ি যানজটে আটকা পড়ে আছে। আর যাত্রীরা সেতুতে নেমে ছবি ও সেলফি তুলছেন। কেউ আবার ভিডিও করছেন।

এ ব্যাপারে পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোল ম্যানেজার কামাল হোসেন বলেন, দুই-তিনদিন আগে পদ্মা সেতুর ২৭ থেকে ৩২ নম্বর পিলারে রোড ব্যারিয়ার ডিভাইস লাগানো হয়। তখন সাময়িক যানজটের সৃষ্টি হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।