ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার হরিজন কলোনিতে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন-হরিজন কলোনির দেব কুমার, মিলন লাল ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা মোবারক। নিহত দেব কুমার ও মিলন লাল সম্পর্কে চাচাতো ভাই।

আহতরা হলেন-আবদুল্লাহ, সকাল ও সানি। তারা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেলে চিকিৎসাধীন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে হরিজন পল্লিতে সড়কের পাশ থেকে সৌর বিদ্যুতের খুঁটি তুলে বাড়ির ভেতরে বসানোর কাজ করছিল পাওয়ার হাউজ। এ সময় খুঁটিটি বিদ্যুতের মেইন তারে লাগলে ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।