ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

নরসিংদীতে ৩০ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
নরসিংদীতে ৩০ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার জব্দ ৩০ কেজি গাঁজা

নরসিংদী: নরসিংদীর শিবপুরে প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজাসহ তাসমিয়া রশিদ নোভা (২২) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৫) দুপুরের দিকে নরসিংদী পুলিশ সুপারের (এসপি) কার্য্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল-আমীন।

বুধবার (২৫ আগস্ট) দিনগত রাতে ওই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার নোভা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার হারুন-অর-রশীদের মেয়ে।

সম্মেলনে ডিএসবি মো. আল-আমীন জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকার থামার জন্য সিগন্যাল দেওয়া হয়। তখন গাড়িটির চালক গতি পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। সে সময় তাকে ধাওয়া করলে চালক দিশেহারা হয়ে শিবপুরে যোশর-গাবতলীর শাখা রোডে গাড়ির স্টার্ট বন্ধ করে নেমে পালিয়ে যান। তবে গাড়ির ভেতর থেকে ৩০ কেজি গাঁজাসহ নোভাকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।  

এ ঘটনায় নোভার নামে শিবপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।