ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

চুরি করা গরু নিয়ে পালানোর সময় আটক ২

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
চুরি করা গরু নিয়ে পালানোর সময় আটক ২

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি চালিত অটোরিকশা দিয়ে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় চোরাই গরুসহ দু’জনকে আটক করেছে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ।

আটক দু’জন হলেন- হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. বিল্লাল মিয়া (৪৫), একই গ্রামের চুনু মিয়ার ছেলে মোরশেদ মিয়া (৩০)।

সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহিম জানান, মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে সাতগাঁও চা ফ্যাক্টরির সামনে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন। সিএনজি অটোরিকশার দ্রুতগতি দেখে সন্দেহ হলে থামানোর জন্য সিগন্যাল দেওয়া হয়। অটোরিকশাটি সেখানে না থামিয়ে উল্টো ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় চোর ও চালককে আটক করা হয়। এ সময় সিএনজি অটোরিকশা ও গরুটি উদ্ধার করে সাতগাঁও হাইওয়ে থানায় আনা হয়।

ওসি জানান, গাড়িটি জব্দ দেখানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। উদ্ধার করা গরুর প্রকৃত মালিক পাওয়া গেলে তাদের দিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।