ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
গাইবান্ধায় হাজতির মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধায় তাহের মাহমুদ (৬৫) নামে এক কোর্ট হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত তাহের জেলার সাঘাটা উপজেলার পবনতাইর গ্রামের মৃত তমিছ প্রধানের ছেলে।

কোর্ট ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন বাংলানিউজকে জানান, তাহের ২০১৪ সালে জমিজমা সংক্রান্ত মামলার আসামি ছিলেন। ওই মামলায় সোমবার (২২ আগস্ট) রাতে তাহেরসহ তার দুই ছেলে ফারুক, সাদ্দাম ও ফারুকের স্ত্রীকে গ্রেফতার করে সাঘাটা থানা পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে নেওয়া হয়। আদালত চলাকালে তাকে কোর্ট হাজত খানায় উপস্থিত রাখা হলে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে গাইবান্ধা সদর হাসপাতালের তত্তাবধায়ক মাহাবুব হোসেন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে তাহেরকে হাসপাতালে আনা হয়। তাকে মৃত অবস্থায় আনা হয়েছে। রোগীর পালস্, ব্লাডপ্রেসার, ইসিজি পাওয়া যায়নি। এছাড়া বিভিন্ন পরিক্ষা করে তাহেরের প্রাণের উপস্থিতি না পাওয়ায় তাকে মৃত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।