ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৪২ টাকার ডিম ৫১ টাকায় বিক্রি, জরিমানা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
৪২ টাকার ডিম ৫১ টাকায় বিক্রি, জরিমানা

ঢাকা: কুমিল্লায় ৪২ টাকা থেকে ৪৫ টাকার এক হালি ডিম ৫১ টাকা বিক্রি করায় একটি সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

শুক্রবার (১৯ আগস্ট) নগরের বাদুরতলা এলাকার একটি সুপার শপকে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম।

তিনি বলেন, অযোক্তিকভাবে ৪২ টাকা থেকে ৪৫ টাকার এক হালি ডিম ৫১ টাকা বিক্রি করায় নগরের বাদুরতলা এলাকার একটি সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেশি দামে আলু বিক্রি করায় রানীর বাজার এলাকায় এক হাজার টাকা ও সবজির দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয়। মোট তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ওইসব এলাকার অন্যান্য সুপার শপ, ডিম ও মুরগির বাজারে তদারকি কার্যক্রম চালানো হয়। ব্যবসায়ীদের আমরা সতর্ক করেছি ভোক্তার অধিকার হরণের চেষ্টা করবেন না। অনিয়ম পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।