ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চিকিৎসা নেওয়া হলো না হালেমার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
চিকিৎসা নেওয়া হলো না হালেমার 

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে চিকিৎসার জন্য স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে যাওয়ার পথে ট্রাকচাপায় হালেমা আক্তার (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।  

শুক্রবার (১৯ আগস্ট) সকালে দুর্গাপুর উপজেলার কালামার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত গৃহবধূ হালেমা আক্তার দুর্গাপুর উপজেলার শুকনাকুড়ি গ্রামের ফয়জুর রহমানের স্ত্রী। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হালেমা আক্তার নিজের চিকিৎসার জন্য বাড়ি থেকে হেঁটে এক পল্লী চিকিৎসকের বাড়িতে  যাচ্ছিলেন। কালামার্কেট এলাকায় সড়ক পারাপারের সময় বিরিশিরিগামী একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ট্রাকের চালক পালিয়ে গেছে। আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।