ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পরিচ্ছন্ন ও আধুনিক ঢাকার লক্ষ্যে কাজ চলছে: মান্নান খান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

ঢাকা: বর্তমান সরকার রাজধানী ঢাকা শহরকে পরিস্কার পরিছন্ন ও আধুনিক নগরী করতে নানামূখী পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপের অংশ হিসেবে আবাসিক প্রকল্প ও ভৌত অবকাঠমো নির্মাণ প্রকল্প চলছে বলে সংসদে প্রশ্ন উত্তর পর্বে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।



প্রতিমন্ত্রী সংসদকে জানান, আধুনিক নগরী গড়তে গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্প গুলো হচ্ছে- পূর্বাচল নিউ টাউন আবাসিক প্রকল্প, উত্তরা (তৃতীয় পর্ব) আবাসিক প্রকল্প ও ঝিলমিল আবাসিক প্রকল্প।

তিনি বলেন, মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় বেশকিছু আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বহুতল ফাট নির্মাণ কাজ চলছে।
 
মন্ত্রী বলেন, এসব প্রকল্পের বাইরে ঢাকা শহরের আবাসন সমস্যা ও যানজট নিরাসনের জন্য ঢাকার আশপাশে চারটি স্যাটেলাইট শহর গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার।
 
যানজট নিরাসণে রাজধানীর গোলাপশাহ্ মাজার হতে বুড়িগঙ্গা সেতু পর্যন্ত ফাইওভার নির্মাণ করার হবে।

গুলশান-১ এ কার পার্কিং কাম অফিস এবং বাণিজ্যিক এলাকা দিলকুশাতে বহুতল কারপাকিং ভবন নির্মাণ প্রকল্প নেয়া হয়েছে।

গুলশান-মাদানী এভিনিউ(প্রগতি সরণি হতে বালু নদী পর্যন্ত রাস্তা নির্মাণ) প্রকল্প এছাড়াও পূর্বাচল সংযোগ সড়কে ফাইওভার নির্মাণ করা হবে।

বিকেল সোয়া চারটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

বাংলাদেশ সময় ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।