ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফতুল্লায় গৃহবধূর আত্নহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
ফতুল্লায় গৃহবধূর আত্নহত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে আসমা বেগম (২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ফতুল্লার পাগলা নন্দলালপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ আসমা বেগম ফতুল্লার পাগলা নন্দলালপুর বটতলার আরিফ মিয়ার স্ত্রী।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, সাংসারিক বিষয় নিয়ে দুদিন আগে নিহতের সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। নিহতের স্বামী পিকআপ ভ্যান চালক। ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন নিহত গৃহবধূ আসমা বেগম। তার সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরে গিয়ে আসমা বেগমের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।  পরে উদ্ধার করে আসমাকে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, আগস্ট ১৮ ২০২২
এমআরপি/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।